নড়াইলে মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল জেলা প্রতিনিধি

৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

নড়াইলে মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং কুড়ি হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো-নড়াইল সদর থানার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে মিলন পোদ্দার (৩৫) এবং একই থানার পাইকমারী গ্রামের মৃত কাজী বারব আলীর ছেলে কাজী বদিয়ার রহমান (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মিলন পোদ্দার ঈগল পরিবহনের ড্রাইভার ও কাজী বদিয়ার রহমান ঐ পরিবহনের সুপার ভাইজার ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ মার্চ মাসে রাতে লোহগাড়ার কালনা ফেরী ঘাটে যান বাহন তল্লাশি কালে নড়াইল থেকে ঢাকা গামী ঈগল পরিবহনের চেয়ার কোচের ড্রাইভারের সিটের নিচে থেকে ১০ বোতল ও গাড়ী হাওয়া ট্যাংকির উপর বিশেষ ভাবে রাখা ১১৮ বোতল মোট ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের হয়। পুলিশ তদন্ত শেষে দুই মাদক কারবারির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ- শেষে আদালত এ রায় ঘোষণা করেন ।

পত্রিকা একাত্তর/ খালিদ হোসাইন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news