১৪ নম্বর মৌকরণ ইউনিয়ন পরিষদের উদ্বোধন


উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী প্রকাশের সময় : ৩০/১০/২০২২, ৫:৪৯ অপরাহ্ণ / ৯৮
১৪ নম্বর মৌকরণ ইউনিয়ন পরিষদের উদ্বোধন

পটুয়াখালী সদর উপজেলাধীন নবগঠিত ১৪ নম্বর মৌকরণ ইউনিয়ন পরিষদের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ উদ্বোধন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসি , জেলা পরিষদ সদস্য , পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মৌকরণ ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা

মৌকরণ ইউনিয়নটি পূর্বে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত ছিল। গত ১৫ জুন নির্বাচনের মাধ্য দিয়ে লাউকাঠী ইউনিয়ন বিভক্ত হয়ে এই ইউনিয়নটি নবগঠিত হয়েছে। এই নবগঠিত ইউনিয়নের ভোটার সংখ্যা ৯৯৭৬ জন।

পত্রিকা একাত্তর / মারুফ ইসলাম