সেরা গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দৈনিক যুগান্তর বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ অর্জন করায় পটুয়াখালীতে আনন্দ শোভাযাত্রা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর রোডের পটুয়াখালী জেলা প্রেসক্লাব থেকে সুসজ্জিত বাদক দলসহ একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে আলোচনা সভার শুরুতে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
যুগান্তরের পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপকূলীয় প্রতিনিধি জলিলুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।
এসময় আরও বক্তব্য রাখেন আমার বার্তার কাইয়ুম উদ্দিন জুয়েল, বাংলাভিশনের কেএম শাহাদাত হোসেন, এসএ টিভি ও বাংলানিউজ টোয়েন্টিফোরের মোঃ জহিরুল ইসলাম, এশিয়ান টিভির বাদল হোসেন, ভোরের আকাশের জলিলুর রহমান সোহেল, লাখো কন্ঠের মেহেদী হাসান বাচ্চু ও আনন্দ টিভির নাজিম উদ্দীনসহ যুগান্তর স্বজন সমাবেশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা যুগান্তরের অভিভাবক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে স্মরণ পূর্বক,তার হাত ধরে জন্ম নেওয়া ‘দৈনিক যুগান্তরের সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পত্রিকা একাত্তর / মারুফ ইসলাম
আপনার মতামত লিখুন :