ভোলায় বিএনপির কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

ভোলা জেলা প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২২, ১ year আগে

ভোলায় বিএনপির কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

বিএনপির দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। এতে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার জেলার বোরহানউদ্দিন উপজেলায় জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধি ও পুলিশের গুলিতে বিএনপির দুই নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য হাফিজ ইব্রাহীম।

তবে দুপুর ১২টার দিকে হাফিজ ইব্রাহীম জেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ভোলা থেকে বোরহানউদ্দিন উপজেলার উদ্দেশে রওনা হলে শহরের যুগীরঘোল এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন। পরে সেখান থেকে ফিরে এসে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার দলের নির্দেশনায় প্রশাসন বিএনপিকে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করতে দেয়নি। এ সমাবেশকে ঘিরে শনিবার থেকেই বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে রাস্তায় মহড়া দিচ্ছে। বোরহানউদ্দিন সমাবেশ করার আগেই সরকার দলের ক্যাডার বাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে ৮ থেকে ১০ জনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এদের অনেকে হাসপাতালে আছে। অনেকে ভয়ে হাসপাতালেও যেতে পারেনি।

এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ঘুরে ঘুরে বিএনপি নেতাকর্মীদেরকে মারধর করছে। তাদের হামলায় বিএনপির নেতাকর্মীরা ভীতসন্ত্রস্ত হয়ে আছে। হাফিজ ইব্রাহীম আরো জানান, প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে সংঘাত এড়ানোর জন্যই তারা বোরহানউদ্দিন সমাবেশ করতে যায়নি। তবে কাল সোমবার দৌলতখান উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ হবে বলে জানিয়েছেন হাফিজ ইব্রাহীম। সেখানে বাধা আসলে পরবর্তীতে বিকল্প কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এদিকে বোরহানউদ্দিনে বিএনপির সমাবেশকে ঘিরে রবিবার সকাল থেকেই ভোলার উপ-শহর বাংলা বাজারে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা প্লাস্টিকের জিআই পাইপ ও লাঠি নিয়ে সড়কে বিক্ষোভ করতে দেখা গেছে।

বিএনপির শাসন আমলে সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে বিএনপি নেতা হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে ভোলার বাংলা বাজার এলাকায় আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীরা এ বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় বক্তব্য রাখেন ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান। তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দৌলতখানে আওয়ামী লীগের কেউ বাজারে যেতে পারতো না। বোমার আওয়াজে এলাকা প্রকম্পিত হতো। এলাকার মানুষ আজ তাই এর প্রতিবাদ জানাচ্ছে। অপর দিকে আওয়ামী লীগের ভয়ে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলার মানিকার হাটের পূর্ব পাশে একটি মাদরাসার মাঠে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

সেখানে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার সাংবাদিকদের বলেন, বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় তাদের (বিএনপির নেতৃবৃন্দকে) যেতে দেওয়া হয়নি।

পত্রিকা একাত্তর /নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news