বাগেরহাটে সনাকের সহযোগিতায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে


জেলা প্রতিনিধি, বাগেরহাট প্রকাশের সময় : ২০/১০/২০২২, ৯:১৯ অপরাহ্ণ / ১৭৭
বাগেরহাটে সনাকের সহযোগিতায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাট, ২০ অক্টোবর ২০২২: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট এর সহযোগিতায় এবং ৪নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ২০ অক্টোবর, ২০২২ সকাল ১০টায় ‘শিশুর মানসিক বিকাশে মায়েদের ভূমিকাই মুখ্য’ শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

৪নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে এবং টিআইবি‘র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার। বক্তব্য রাখেন সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক প্রফেসর চৌধুরী আব্দুর রব।

অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মারজান খানম, সনাক সদস্য অধ্যক্ষ সইফ উদ্দিন আহমদ, ফিরোজা নাসরিন ডলি, পূরবী রাণী দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরঞ্জীব পাল, সনাকের অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের সম্বয়কারী শেখ যুবরাজসহ উপস্থিত মা ও অভিভাবকবৃন্দ।

বক্তাগণ স্কুলের শিক্ষকদের পাশাপাশি বাড়িতে ছেলেমেয়েদের লেখাপড়ার পরিবেশ তৈরি করে দেয়াসহ স্বস্থ্যের প্রতি যতবান হওয়ার জন্য মায়েদের প্রতি আহবান জানান। এছাড়া সন্তানদের সাথে ভাল ব্যবহার করা; সন্তানদের নৈতিক শিক্ষা দেয়া; ঘরে এবং বাইরে কি করে তার খোজ রাখা; ছেলে ও মেয়ের মধ্যে কোন বৈষম্য না করা এবং বাল্যবিবাহ না দেয়ার জন্য আহবান জানান। এ সময় সন্তানদের লেখাপড়ার খোজ-খবর নেয়া ও যেকোন প্রয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করারও পরামর্শ দেয়া হয়।

উপস্থিত মায়েরা দুর্বল শিক্ষার্থীর প্রতি আরো বেশী যতবান হওয়া; নিয়মিত হাতের লেখা দেয়া; শিক্ষার্থীদের সাথে উচ্চ¯^রে কথা না বলা; সাপ্তাহিক ভিত্তিতে পরীক্ষা নেওয়া ইত্যাদি বিষয়ে তাদের মতামত ও সুপারিশ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রথম কাজ হবে সন্তান যেন প্রকৃত মানুষ হয় সেভাবে তাকে গড়ে তোলা। তারপর তার ¯স্বস্থ্যের প্রতি যত্ববান হওয়া এবং লেখাপড়ার খোজ খবর রাখা।

সন্তানের নৈতিক গুণাবলীকে বিকশিত করতে হবে এবং সেক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসতে হবে। পারিবারিকভাবে নৈতিক শিক্ষা দিতে হবে। সভাপতি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। মা সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে শতাধিক মা সহ এসএমসি ও এসিজি‘র সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর / শেখ আবু তালেব