যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২৮ জুন, ২০২২, ১ year আগে

যানজট নিরসনের দাবীতে মানববন্ধন

চট্রগ্রাম প্রবেশধার সীতাকুণ্ডে মহাসড়কের পাশে কেএসআরএম ও কেডিএস লজিষ্ট্রিক ডিপোর সামনে ট্রাক,কাভার্ডভ্যান ও লড়ি গাড়ি গুলো রাত দিন অবৈধভাবে পার্কিং এর কারণে দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উভয় দিকে যানজটের বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভের প্রতিফলনে আজ ২৮ জুন মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১২ প্রযন্ত বিশাল এক মানববন্ধন করেছে।

আয়োজকের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক আউদ্দিন জানায়, মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে।তাই এই মানববন্ধনের আয়োজন। সোনাইছড়ি ইউনিয়নস্হ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেইট থেকে কেডিএস লজিষ্ট্রিক, কেএসআরএম ও রয়েল সিমেন্ট গেইট প্রযন্ত মানববন্ধনটি উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্যে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক আ ম ম দিলশাদ, স্হানীয় ইউপি চেয়ারম্যান মনির আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাধারন সম্পাদক জিলানী সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের এলাকার জনগণ উপস্হিত ছিলেন।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, বিভিন্ন ইউনিয়নে অবস্হিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কেএসআরএম,রয়েল সিমেন্ট,কেডিএস লজিষ্ট্রিক,সহ বড় বড় বিভিন্ন মিল ফ্যাক্টরী,কন্টেইনার ডিপোর গাড়ি গুলো পার্কিং করে রাখে।

এতে করে চট্টগ্রাম জেলাতে প্রবেশ করার জন্য সারা দেশের বিভিন্ন যানবাহন গুলো এই মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় তীব্র যানজটের কবলে পড়ে অসহনীয় চরম ভোগান্তিতে পড়তে হয়।বিশেষ করে যাত্রীবাহী গাড়ির নারী পুরুষ ও শিশুরা অস্বস্হিতে ভোগে।

এমনকি এ যানজটে পড়ে এ্যাম্বুলেন্সের বহনকারী রোগীরা অনেক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে।আর যানজট দীর্ঘ ১৫/২০ কিলোমিটার ব্যাপি জ্যাম লেগে থাকে ৭/৮ ঘন্টা পর্যন্ত। অথচ কেডিএস কন্টেইনার ডিপো, বিএম কন্টেইনার ডিপো, কেএসআরএম স্ক্র্যাপ ডিপো, রড়, সিমেন্ট ফ্যাক্টীরসহ ছোট বড় অন্যান্য মিল কারখানা গুলোর মালিকরা জনগণের ভোগান্তির কথা চিন্তা না করে এবং তাদের গাড়ি পার্কিং এর ব্যবস্হা তাদের কারখানার ভিতরে না করে মহাসড়কের পাশে তাদের গাড়ি পার্কিং করে রাখে।

কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলেও জনগণের ভোগান্তির কথা চিন্তা করে গাড়ি পার্কিং এর ব্যবস্হা করতে পারেনি। এদিকে জেলা পরিষদ সদস্যে আ ম ম দিলশাদ বলেন,মিল ফ্যাক্টরীর মালিকরা জনগণের ভোগান্তি অবসান করার জন্য তাদের কারখানার ভিতরের পার্কিং করার জন্য আহ্বান জানান।

কারণ চট্টগ্রামের প্রবেশের জন্য বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি গুলো মহাসড়কে জ্যামে পড়ে জনগণের প্রতিদিন শত শত কোটি টাকা ক্ষতি হচ্ছে। মানববন্ধনে অন্যান্য বক্তারা সরকার এবং মালিক পক্ষের প্রতি অনুরোধ জানান অতিবিলম্বে মহাসড়কের পাশে আর যেন পার্কিং না করে। আরো উপস্হিত ছিলেন উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news