সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিজ্ঞান মেলা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৪ মার্চ, ২০২২, ২ years আগে

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিজ্ঞান মেলা
বিজ্ঞান মেলা

মঠবাড়িয়ার জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিজ্ঞান মেলার আয়োজন করেছে হাতে খড়ি ফাউন্ডেশন। অনুষ্ঠিত এই মেলায় অংশ নিয়েছে তরুণ উদ্ভাবকরা।সকাল ১০ টায় শুরু হওয়া মেলাটি চলে দুপুর ১ টা পর্যন্ত।

আয়োজকেরা জানান, হাতে খড়ি ফাউন্ডেশনের বিজ্ঞান শিক্ষা উদ্যোগ ‘ডিজিটাল ভিলেজ'এর অধীনে বর্তমানে বেশকয়েকটি বিদ্যালয়ের প্রাথমিক স্তরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় শেখানো হচ্ছে। প্রতিবছর এই বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ এবং তাদের উৎসাহ প্রদান করা হয়।

বিভিন্ন প্রযুক্তির অভিনব বিভিন্ন প্রজেক্টে নিজেদের সৃষ্টিশীলতার প্রকাশ প্রযুক্তির এমন বিবিধ ব্যবহার দেখতে খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেলা প্রাঙ্গন জুড়ে ছিলো আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের ভীড়।

আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট, কুইজ প্রতিযোগিতা, প্রশ্নোত্তর পর্ব, বিজ্ঞানবিষয়ক আলোচনা, বিজ্ঞানের মজার বইয়ের সঙ্গে পরিচিতি করে দেয়া হয়।

হাতে খড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনে করেন, এ রকম বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেকগুণ বাড়িয়ে দেবে।

এসময় উপস্থিত ছিলো সংগঠনে - প্রতিষ্ঠাতা ও সভাপতি সজীব মিত্র, পলাশ বৈরাগী, সুস্মিতা, সৌরভ, দ্বীপ, সৌরভ হালদার প্রমুখ।

পত্রিকা একাত্তর/নাহিদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news