ডোমারে বিনামূল্যে বীজ-সার, কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১১/১০/২০২২, ১১:০২ অপরাহ্ণ / ৮৯
ডোমারে বিনামূল্যে বীজ-সার, কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারীর ডোমারে খরিপ মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ই অক্টোবর) সকালে ডোমার উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বীজ, সার, কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনিসুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ।

কার্যক্রমে ডোমার উপজেলার ৯০ জন কৃষকের মাঝে প্রতি বিঘা জমির প্রয়োজনে পেঁয়াজ বীজ এক কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি ২০ কেজি, নগদ ২ হাজার ৮০০ টাকা সহ কৃষি উপকরণ হিসেবে পলিথিন, সুতলি ও কীটনাশক বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর / রিশাদ