patrika71 Logo
ঢাকাশনিবার , ২০ মার্চ ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার প্রাইম ছাত্রাবাসে আগুন

পত্রিকা একাত্তর ডেক্স
মার্চ ২০, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

ad

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন রাস্তায় পাশে প্রাইম ছাত্রাবাস অবস্থিত ওই মেসে রান্না চলাকালীন আগুনের ধোঁয়া ওঠতে থাকে মেসের খালা রান্না বসায় রেখে থালা বাটি পরিষ্কার করতে গেছিলো।

ওই সময় পাশে বাসার একজন দেখে চিৎকার করলে ছাত্রদের নজরে আসে তারা তখন বিল্ডিং ছেড়ে নিছে নেমে আসে আর অন্যরা ফায়ার সার্ভিসের ফোন করে জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুরুত্ব কাজ করেন।

ঘটনাস্থলে আমি নিজে এক ছাত্রের কাছ থেকে ঘটনা জানলাম তিনি বলেনঃ চুলার লিকেজ থেকে গ্যাস পাইপে আগুন লাগে পাইপ পুড়ে সিলিন্ডার এসে লাগে তিনারা নিজের জীবন বাচানোর তাগিদে এবং সিলিন্ডার বাস্ট হবে ভয়ে ঘর ছেড়ে পালিয়েছেন।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সিলিন্ডার টি উদ্ধার করেন।আমি ফায়ার সার্ভিসের কর্মীদের জিজ্ঞেসা করলাম এখন কি অবস্থা এক কর্মী বলেন এখন কোন সমস্যা নাই তবে পর্বে চুলার লিকেজ না দেখার ফলে এটা হয়েছে।

তিনি আরও বলেন; sefty is fast better than cure আরোগ্য লাভের চেয়ে প্রতিরোধি উওম।তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন খুব সাবধানে গ্যাসে রান্না করতে তাগিদ দিলেন সবাই কে। ফায়ার সার্ভিসের দুরুত্তর কাজ করতে পারায় সবার আস্থা বেড়েছে।

মোল্লা আব্দুস সালাম/

ad