২১ আগস্ট গ্রেনেড হামলার রায় অবিলম্বে কার্যকরের দাবি

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২২, ১ year আগে

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় অবিলম্বে কার্যকরের দাবি

জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক সালাম গ্রহণ করুন। ২১ আগস্ট ২০০৪ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর ন্যাক্কার জনক গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যার ঘটনায় আদালতের দেওয়া রায় অবিলম্বে কার্যকরে দাবিতে আগামী ২১ আগস্ট ২০২২ (রোববার) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করবেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনএ’র মহাসচিব মেজর (অবঃ) ডাঃ শেখ হাবিবুর রহমান।

আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি জননেতা এম. এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ সহ বিভিন্ন পার্টির নেতৃবৃন্দ।

আরো উপস্থিত থাকবেন জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত, যুগ্ম সম্পাদক সি এম মানিক, ঢাকা দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন, ঢাকা উত্তরের সভাপতি মঈনুল হোসেন মিলন জোয়ার্দার সহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

অতএব, উক্ত মানববন্ধন কর্মসূচির সংবাদ বহুল প্রচারের লক্ষ্যে আপনার টেলিভিশন চ্যানেল/জাতীয় দৈনিক/ অনলাইন দৈনিক/সংবাদ সংস্থার একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন পাঠানোর জন্য সবিনয় অনুরোধ রইল।

পত্রিকাএকাত্তর /জুয়েল বিশ্বাস

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news