বিভাগীয় পর্যায়ে ছড়াগান প্রতিযোগিতায় প্রথম রিমঝিম

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ জুন, ২০২২, ১ year আগে

বিভাগীয় পর্যায়ে ছড়াগান প্রতিযোগিতায় প্রথম রিমঝিম

মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা-২০২১’ এর রংপুর বিভাগীয় পর্যায়ে নীলফামারীর ডোমার উপজেলার সমৃদ্ধি রহমান রিমঝিম ছড়াগান বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

সোমবার (৩০শে মে) শিশু একাডেমি মিলনায়তনে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা/২১ এর সমাপনী দিবসে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের হাত থেকে বিভাগীয় পর্যায়ের পুরষ্কার গ্রহণ করেন রিমঝিম।

সমৃদ্ধি রহমান রিমঝিম নীলফামারীর ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি (ধনীপাড়া) এলাকার সংস্কৃতিকর্মী মিজানুর রহমান সোহাগ ও লায়লা শারমিন মিষ্টি দম্পত্তির সন্তান। সে ডোমার বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

রিমঝিম জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। তার এই সাফল্যে রিমঝিমের পরিবার ও তার সঙ্গীত শিক্ষক পরশ চন্দ এবং আমিনুল ইসলাম আনন্দ প্রকাশ করেছেন।

রিমঝিমের মা সংস্কৃতি প্রেমী লায়লা শারমিন মিষ্টি জানান, সমৃদ্ধি রহমান রিমঝিম ছড়াগান প্রতিযোগিতায় তার প্রতিভার স্ফূরণ ঘটিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি ও তার বাবা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের ছোট্ট সোনামণি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। সে যেন তার প্রতিভা নিয়ে জাতীয় পর্যায়ে সফলতা এনে ডোমারের সুনাম বয়ে আনতে পারে, তাই আমরা তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news