জেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা ডোমারের ফারহা জেবিন লাবণী


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৪/১০/২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ / ১৫৭
জেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা ডোমারের ফারহা জেবিন লাবণী

জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নীলফামারী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ডোমারের শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফারহা জেবিন লাবণী। কর্মদক্ষতা ও পাঠদানের বিষয়ে তার সুনাম রয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে। তার কৃতিত্বে সাধুবাদ জানিয়েছেন ছাত্র-ছাত্রী, শিক্ষক মহল সহ সুধীজনেরা।

গত ২১শে আগস্ট জেলার আওতাধীন সকল উপজেলা থেকে নির্বাচিত সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। পরবর্তীতে সকলকে পরাজিত করে বিজয়ী হন লাবণী। জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন—নীলফামারী জেলা প্রশাসন খন্দকার ইয়াসির আরেফীন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার।

এর আগে, চলতি বছরের ২রা আগস্ট তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডোমার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন।

ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেনের জানান, সহকারী শিক্ষিকা ফারহা জেবিন লাবনী একজন ভালো মনের মানুষ। কর্মদক্ষতা ও পাঠদানের বিষয়ে ভীষণ আন্তরিকতার সাথে দায়িত্বপালন করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভালোবাসেন। অনেক শিক্ষার্থী তাকে মা বলেও ডাকেন। তিনি জেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত।

শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল ইসলাম সুমন জানান, বিদ্যালয়ের সকল শিক্ষকদের মধ্যে তিনি ব্যতিক্রম রকমের। লেখাপড়ার মানোন্নয়নে তিনি সবসময় শিশুদের অতি আপন করে তার স্নেহ, মায়া-মমতা দিয়ে বুঝিয়ে পাঠদান করান। তার এই সাফল্যে শুধু আমাদের বিদ্যালয়ের সুনাম নয়, বরং সকল শিক্ষকের মাঝে অনুপ্রেরণা জোগাবে বলে আমরা আশাবাদী।

এবিষয়ে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও জেলা পর্যায়ে নবনির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষিকা ফারহা জেবিন লাবনী বলেন, আমার এতদূর এগিয়ে যাওয়ার পিছনে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দের বিশেষ অবদান রয়েছে। আমি সকলের ভালবাসা ও দোয়া নিয়ে সততা এবং নিষ্ঠার সাথে শিশুদের পাশে থেকে শিক্ষাখাতে বিশেষ অবদান রাখতে চাই। এজন্য অভিভাবক, শিক্ষক মহল সহ সমাজের সকল স্তরের মানুষের কাছে দোয়া কামনা করছি।

ফারহা জেবিন লাবণীর অসাধারণ কৃতিত্বে বিভিন্ন পেশাজীবি ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন সহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

পত্রিকা একাত্তর / রিশাদ