‘প্রতিভার খোঁজে’ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দ্বিতীয় ডোমারের জিতি

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

‘প্রতিভার খোঁজে’ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দ্বিতীয় ডোমারের জিতি

‘শুভকাজে সবার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ‘প্রতিভার খোঁজে’ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। কবিতা আবৃত্তিতে সিনিয়র ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে নীলফামারীর ডোমার উপজেলার রিফাত জাহান জিতি।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন স্বাক্ষরিত ফলাফলে দেখা যায়, প্রতিভার খোঁজে প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি বিষয়ে সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন তানহা তাসফিয়া পূর্ণতা (গাইবান্ধা), যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেন রিফাত জাহান জিতি (নীলফামারী) ও জান্নাতুন নাঈম মায়িশা (সিলেট), যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন মালিহা তাসফিয়া (রাজশাহী) ও ফাইরুজ মায়িশা (ব্রাহ্মণবাড়িয়া)।

রিফাত জাহান জিতি নীলফামারীর ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি (ধনীপাড়া) গ্রামের মো. মতিউর রহমান জুয়েলের কনিষ্ঠ কন্যা। সে ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ছোট থেকেই বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনেক পুরষ্কার ও সনদপত্র অর্জন করেছে জিতি।

তার এই সাফল্যে ডোমার উপজেলা শাখা কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিভার খোঁজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে জিতি। যা ডোমারবাসীর জন্য গর্বের বিষয়। করোনা মহামারীর কারণে অনলাইন ভিত্তিক প্রতিযোগিতায় তার আবৃত্তি ভিডিও ধারণ করে ফেসবুকে হ্যাশট্যাগের মাধ্যমে জমা দিতে হয়েছে। শুভসংঘের বিচারক মণ্ডলী তার প্রতিভাকে সেরা হিসেবে বিবেচিত করেছেন।

উল্লেখ্য, কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘প্রতিভার খোঁজে-২০২১’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৪ই মে ঢাকার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে অনুষ্ঠিত হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news