নাসায় চাকরী পেলেন নীলফামারীর এরশাদ কবির

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নাসায় চাকরী পেলেন নীলফামারীর এরশাদ কবির

ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস এডমিনিস্ট্রেশনে (নাসা) প্রকৌশলী হিসেবে চাকরী পেলেন নীলফামারীর সন্তান এরশাদ কবির চয়ন। আগামী ৭ই মার্চ তথ্য প্রকৌশলী (ডাটা ইঞ্জিনিয়ার) হিসেবে যোগদান করবেন তিনি।

এরশাদ কবির চয়ন নীলফামারী জেলা শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী মো. খতিব উদ্দিন সরকারের পুত্র।

আমেরিকার বোস্টন ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করা এরশাদ আগামী ৭ই মার্চ নাসায় যোগদান করবেন। সে আরলিংটন ভার্জিনিয়ায় দায়িত্ব পালন করবেন।

পারিবারিক সুত্রে জানা যায়, ১৯৯৫ সালে ডাইভারসিটিতে (ডিভি) সুযোগ পেয়ে আমেরিকার পেনসিলভেনিয়ায় যান এরশাদ কবির চয়নের পিতা মো. খতিব উদ্দিন সরকার। পরে ২০০১ সালে সাত বছরের ছেলে এরশাদ সহ স্ত্রী অফিজা খাতুনকে নিয়ে যান আমেরিকায়।

পেনসিলভেনিয়ার বেনসালেম শহরে বসবাস করেন তারা। আমেরিকায় পড়াশোনা শেষ করে নাসায় চাকুরীর সুযোগ পান এরশাদ।

প্রসঙ্গতঃ নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা। যা বিমান চালনা বিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news