আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) "মেডিক্যাল টিম" (মানব সেবায় আমরা সবার) ঠাকুরগাঁও এর আয়োজনে ঠাকুরগাঁয়ের সকল নার্সিং ও প্যাথলজির স্টুডেন্ট এবং ডক্টর দের সহযোগিতায় "মেডিক্যাল টিম" এর সদস্যদের উপস্থিতিতে ১৫০ জন অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ৭নং অয়ার্ড মুরারীপুর গ্রামে মুরারীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন "মেডিক্যাল টিম" (মানব সেবায় আমরা সবার)
প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু সত্যজীৎ রায় কার্তিক, চেয়ারম্যান, ১নং শিবরামপুর (ইউপি) বিশেষ অতিথিঃ কাজী মাওঃ মোঃ আব্দুর রহমান, শিক্ষক, মুরারীপুর দাখিল মাদ্রাসা। গোলাম রসূল বাচ্চু, (ইউপি) সদস্য ৭নং অয়ার্ড মুরারীপুর। বাবু অমূল্য রতন রায়, সাধারণ সম্পাদক বাংলাদেশ আঃ লীগঃ ১নং শিবরামপুর-বীরগঞ্জ। এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, সহিমদ্দীন আহমেদ, প্রধান শিক্ষক, মুরারীপুর উচ্চ বিদ্যালয়। মোছাঃ আরজীনা খাতুন, (ইউপি) অয়ার্ড সদস্য, এবং মোঃ আমেনা বেগম, সাবেক, (ইউপি) সদস্য সহ "মেডিক্যাল টিম" এর সংগঠনের আহ্বায়ক মোঃ তানভীর আহমেদ সবুজ, ডা. মোঃ তালেবুর রহমান, মোঃ ফিরোজ হাসান জীবন, মোঃ শাহাদুল ইসলাম, মোঃ নুরজামান খান নিশান, মোঃ খাদেমুল ইসলাম, মোঃ শাওন আহমেদ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর / আব্দুল্লাহ আল সুমন
শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন 'মেডিক্যাল টিম'
২০ জানুয়ারী, ২০২২, ১ year আগে
