লেগ স্পিনার হয়ে দলে আসা কাল হয়েছিল জুবায়ের হোসেনের

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

লেগ স্পিনার হয়ে দলে আসা কাল হয়েছিল জুবায়ের হোসেনের

" লেগ স্পিনার " শব্দ টা আমাদের বাংলাদেশের ক্রিকেটের সাথে যায় না। "অবাক হচ্ছেন?" হওয়াটাই স্বাভাবিক। আমরা আজকে কথা বলতে যাচ্ছি এক সময়ের একজন প্রতিভাবান লেগ স্পিনার জুবায়ের লিখনকে নিয়ে। শুধু জুবায়ের লিখন নয়, এমন পরিস্থিতির শিকার আরো অগণিত ক্রিকেটার।

লক্ষ করলে দেখা যায়, ক্রিকেটের শক্তিশালী পরাশক্তি দেশ, যেমন- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান সহ প্রায় সব গুলো দলেই পাইপলাইনে রয়েছে অগণিত লেগ স্পিনার। বর্তমান সময়ে লেগ স্পিনার হয়ে বিশ্ব সেরাদের তালিকায় রয়েছে রশিদ খান৷ নিজেকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়। কিন্তু সেখানে আমাদের দেশে অবহেলিত রয়ে যায় লেগ স্পিনাররা। জুবায়ের লিখন ২৫ শে অক্টোবর ২০১৪ সালে জিম্বাবুয়ের সাথে অভিষেক হয়। প্রথম দিনেই জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজাকে আউট করে ৫৮ রানের বিনিময়ে ২ উইকেট পান।

সেই সিরিজের তৃতীয় টেস্টে পান ৫ উইকেট। সেই ম্যাচে ২০ ওভার বল করে ৯৬ রান দিয়ে উইকেন ছিনিয়ে নেন ৫ টি। আউট করেন ব্রেন্ডন টেলর , সিকান্দার রাজা, ক্রেগ আরভিন , এল্টন চিকাম্বুরা ও নাতসাইকে। এক ঝলক দেখিয়ে দিয়েছেন তার লেগ স্পিনের জাদু। কিন্তু দুঃখের বিষয় হলো যে, তারপর আর তার সুযোগ হয়নি দলে। বিসিবির অবহেলার কারণে হারিয়ে গেছে একজন প্রতিভাবান লেগ স্পিনার। একটি ইন্টারভিউয়ে লিখন বলেছিলেন, " টিম ম্যানেজম্যান্টদের লিগ স্পিনারদের উপর ভরসা কম, তাই আমরা ম্যাচ পায় না।

যেটা খুবই দুঃখজনক। ঘরোয়া লিগে লেগ স্পিনারদের দিয়ে খেলানো হয়না, যার ফলপ আমাদের বসে থাকতে হয়৷ আমরা চায় বিসিবি দায়িত্ব নিয়ে আমাদের জন্য কিছু করুক৷ আমরা যেনো আরো সুযোগ পায়। " আমরা চায় না আর এমন হোক, হারিয়ে যাক কোনো প্রতিভা, বিসিবি যেনো নিজ দায়িত্ব নিয়ে লেগ স্পিনারদের পাশে দাড়ায়। তৈরি হোক আমাদের বিশ্বমানের লেগ স্পিনার।

পত্রিকা একাত্তর /মাহমুদ রাফি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news