শেষমুহুর্তের সেই নাটকীয় পরিস্তিতিতে সাজঘরে কেমন ছিলো বাবর

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

৫ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

শেষমুহুর্তের সেই নাটকীয় পরিস্তিতিতে সাজঘরে কেমন ছিলো বাবর

শেষ ওভার, ছয় বলে সাত রান। ক্রিজে ব্যাট হাতে আসিফ আলি ও খুশদিল শাহ। উত্তেজনায় ভরপুর গ্যালারী। খেলা পাকিস্তানের দিকে ঝুঁকে আছে। তবুও যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে সাজঘরে বাবর, রিজওয়ানদের অবস্থা কেমন হয়েছিলো? ম্যাচের শেষ ওভারের একটি ভিডিও প্রকাশ করেছে পিসিবি।

যেখানে দেখা যাচ্ছে, বাবর আজম উত্তেজনায় বার বার খালি পায়ে অস্থির হয়ে পায়চারি করছেন। প্যাড-গ্লাভস পরে বসে রয়েছেন সহ-অধিনায়ক শাদাব খান। কারণ যদি কোনও উইকেট পড়ে, তা হলে তাঁকে নামতে হবে। সাজঘরের বাইরে দাঁড়িয়ে মহম্মদ রিজওয়ান। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতিতে অস্থিরতায় ছটফট করছেন তিনিও। বার বার সাজঘরে ঢুকে শুনছেন আর কত রান বাকি।

এত কাছে এসে যেন আরও অস্থির হয়ে উঠেছিলেন রিজওয়ান। শেষ ওভারের দ্বিতীয় বল, চার মারলেন আসিফ। স্বস্তি ফিরে এলো সাজঘরে। "ভাবছেন জিতে গেছি, খেলা শেষ "। কিন্তুু না, পরের বলেই আউট হলেন আসিফ। মাথায় হাত দিয়ে বসে পড়েন শাদাব। বলেন, ‘‘এ বার প্রার্থনা করতে হবে।’’

শেষ মুহূর্তে ২ বলে প্রয়োজন ২ রান। শ্বাসরুদ্ধকর অবস্থা গ্যালারীতে। পরের বলে দু’রান নিয়ে দলকে জিতিয়ে দেন ইফতিকার আহমেদ। ম্যাচের জেতার উল্লাসে আত্মহারা পাকিস্তানি সামর্থক, বাবর - রিজওয়ানের সেই আত্মহারা হাসিই বুঝিয়ে দেয় জয়ের জন্য কতটা মুখিয়ে ছিলো তারা। আর এই জয়ের মাধ্যমে আবারো নিজেদের প্রমান করলো পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো তারা।

পত্রিকা একাত্তর / মাহাম্মদ রাফি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news