ডোমারে ১০৬ খেলোয়াড়কে দিচ্ছে ফুটবল প্রশিক্ষণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২১ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে ১০৬ খেলোয়াড়কে দিচ্ছে ফুটবল প্রশিক্ষণ

“চল সবাই মাঠে খেলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারের প্রত্যন্ত এলাকার ফুটবল পারদর্শী মোট ১০৬ জন খেলোয়াড়কে উপজেলা চেয়ারম্যানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত আছেন সাবেক কৃতি ফুটবলাররা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণমূলক কার্যক্রম করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা। মোট ১০৬ জন খেলোয়াড়ের খেলার দক্ষতা ও গুণগত মানোন্নয়নে কাজ করছেন সংশ্লিষ্টরা।

ক্রীড়া ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন—উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক প্রতিভাবান খেলোয়াড় অশিত সাহা, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও সাবেক ফুটবলার গোলাম ফারুক, সাবেক ফুটবলার সাদেকুর রহমান সুজন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হারুন অর রশীদ, সাবেক ফুটবলার মো. মিজানুর রহমান মিজান, সাবেক ফুটবলার কবির হোসেন, রেফারিজ এসোসিয়েশনের প্রতিনিধি আবু বক্কর সিদ্দীক, মো. জীবন ইসলাম।

ক্ষুদে ফুটবল খেলোয়াড় রাকিব জানান, বড় হয়ে ফুটবলার হওয়ার স্বপ্ন। এলাকায় ট্রেনিং করার ব্যবস্থা হওয়ায় এখানে নিয়মিত খেলা হয়। কোচ হিসাবে স্যাররা আমাদের খুব ভালোভাবে ফুটবল বিষয়ে শেখাচ্ছেন।

এবিষয়ে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, আমাদের শান্তিপ্রিয় ডোমারকে মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত এবং মোবাইল ফোনের অপব্যবহার রোধে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে ১০৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। আশা রাখছি, প্রশিক্ষণ নিতে আসা খেলোয়াড়েরা একদিন বড় বড় খেলোয়াড় হয়ে আমাদের ডোমারের নাম উজ্জ্বল করবে।

পত্রিকাএকাত্তর /আজমির রহমান রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news