নড়াইলে অনূর্ধ্ব-১৩ ও ১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

নড়াইলে অনূর্ধ্ব-১৩ ও ১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নড়াইলে সুমন ক্রিকেট একাডেমির আয়োজনে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান। এসময় একাডেমির সভাপতি কাজী আসিফ আল আসাদ সুমনের সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আনিচুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু ও পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুজ্জামান বাদশা।

এসময় জেলা ক্রীড়া অফিস কর্তৃক সুমন ক্রিকেট একাডেমিকে ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ ফকরুল হাসান বলেন, তরুণদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নড়াইল মাটি বরাবরই ক্রীড়ার জন্য উর্বর। ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিসসহ অসংখ্য খেলায় নড়াইলের ছেলে মেয়েরা দেশকে নেতৃত্ব দিচ্ছে। সুমন ক্রিকেট একাডেমির হাত ধরে সেই অগ্রযাত্রা আরও গতিশীল হোক। এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এসসিএ রাইডার্স ১ উইকেটে এসসিএ রয়্যালসকে পরাজিত করেছে। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মিথুন।

সুমন ক্রিকেট একাডেমি সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টে মোট ৫ টি দল অংশ নিচ্ছে। ১৯ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। এই টুর্নামেন্টের সহায়তায় রয়েছে নড়াইল সিটি স্পোর্টস ক্লাব, এসসিএ ফাউন্ডেশন, ঊষার আলো ফাউন্ডেশন, মনিরুজ্জামান ফাউন্ডেশন, ব্যবসায়িক প্রতিষ্ঠান বিগ বাজার। মিডিয়া স্পন্সর স্পন্সর হিসাবে রয়েছে দৈনিক যায়যায়দিন।

উল্লেখ্য, গত বছর প্রথম বিভাগের ক্রিকেটার কাজী আসিফ আল আসাদ সুমনের হাতে প্রতিষ্ঠিত হওয়া এই একাডেমিটি নড়াইলের ক্রিকেটাঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে একাডেমির ২ জন ক্রিকেটার অনূর্ধ্ব-১৪ জেলা দলে খেলার সুযোগ পেয়েছেন এবং ১০ জন ক্রিকেটার বিভিন্ন সময়ে জেলার বয়স ভিত্তিক দলগুলোয় সুযোগ পেয়েছেন। এছাড়াও প্রতিবন্ধী জাতীয় দলে ক্যাম্পে ডাক পেয়েছেন একাডেমির ক্রিকেটার তানজিম হৃদয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news