নীলফামারীর ডোমারে ‘চিকনমাটি ভাদুর স্কুল ফুটবল টুর্নামেন্ট’ এর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ। এতে উদয়নপাড়া ভূমিকম্প একাদশকে ১–০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
শনিবার (২২শে অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ডোমার পৌরসভার চিকনমাটি ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় (ভাদুর স্কুল) মাঠে অনুষ্ঠিত চিকনমাটি ভাদুর স্কুল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য সহিদ আহম্মেদ সান্তু।
খেলায় পরস্পর মুখোমুখি অংশগ্রহণ করে উদয়নপাড়া ভূমিকম্প একাদশ বনাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। প্রথমার্ধে গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে গিয়ে ফরোয়ার্ড ভাগের খেলোয়াড় সাবু ইসলামের দুর্দান্ত শটে জয়সূচক গোল পায় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতেই ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান মন্ত্রী, সাবেক কৃতি ফুটবলার আলাউদ্দিন তালুকদার, পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সমাজসেবক মো. শরীফ হোসেন, শাহিন সওদাগর, স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীর রশিদ তুর্য্য প্রমুখ।
খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন—সাবেক কৃতি ফুটবলার আবু বক্কর সিদ্দীক। এছাড়া সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন—ফুটবলার অন্তর প্রসাদ রায় ও সায়েম ইসলাম।
উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চিকনমাটি স্পোর্টিং ক্লাব বসতপাড়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম ফাইনালিস্ট হিসেবে অবতীর্ণ হয় ইমরান স্পোর্টিং ক্লাব নীলফামারী।
পত্রিকা একাত্তর / রিশাদ