বটিয়াঘাটায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

২ জুলাই, ২০২২, ১ year আগে

বটিয়াঘাটায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

বটিয়াযাটায় সুরখালী ইউনিয়ন'র' সুকদাড়া আর্য্য হরিসভা মন্দিরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। দিনটাকে স্মরণীয় করে রাখতে এবং ঈশ্বর প্রাপ্তির আশায় ভক্তরা জগন্নাথ দেবের রথের দঁড়ি টানে অংশ গ্ৰহন করেছে।

সু- সাঁজে সজ্জিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ সুকদাড়া সার্বজনিন আর্য্য মন্দির প্রঙ্গন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে এক ধর্মীয় আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। জগতের নাথ বা "জগতের প্রভু' সনাতন ধর্মের দেবতা বিষ্ণু বা তাঁর অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ বলে দাবি করেছেন সনাতন ধর্মের অনুসারীরা। উক্ত দৃশ্যে ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম ও তাঁর বোন শুভভ্রার সঙ্গে পুজা করে সনাতন ধর্মের মানুষেরা।

নিম গাছের কাঠ দ্বারা সাধারণত শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রধান বিগ্রহটি নির্মিত করা হয় বলে জানিয়েছে সনাতন ধর্মের অনুসারীরা। মুর্তির চোখ দুটি বড়-বড় গোলাকার। হাত অসম্পুর্ণ। মুূর্তিতে কোন পা দেখা যায়না।বিগ্রহে অসম্পুর্ণ হাত ও পায়ের অনুপস্হিতি নিয়ে নানা ধরনের মতবাদ থাকলেও পবিত্র অটুট বিশ্বাস প্রচালিত রয়েছে। যেখানেই জগন্নাথ মন্দির আছে, সেখানেই এই ধরনের রথযাত্রা উৎসব আয়োজিত হয়েছে। ভক্তরাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথগুলি টেনে নিয়ে যান।

বটিয়াযাটায় সুরখালী ইউনিয়ন'র' সুকদাড়া আর্য্য হরিসভা মন্দিরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। দিনটাকে স্মরণীয় করে রাখতে এবং ঈশ্বর প্রাপ্তির আশায় ভক্তরা জগন্নাথ দেবের রথের দঁড়ি টানে অংশ গ্ৰহন করেছে। সু- সাঁজে সজ্জিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ সুকদাড়া সার্বজনিন আর্য্য মন্দির প্রঙ্গন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে এক ধর্মীয় আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়।

জগতের নাথ বা "জগতের প্রভু' সনাতন ধর্মের দেবতা বিষ্ণু বা তাঁর অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ বলে দাবি করেছেন সনাতন ধর্মের অনুসারীরা। উক্ত দৃশ্যে ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম ও তাঁর বোন শুভভ্রার সঙ্গে পুজা করে সনাতন ধর্মের মানুষেরা। নিম গাছের কাঠ দ্বারা সাধারণত শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রধান বিগ্রহটি নির্মিত করা হয় বলে জানিয়েছে সনাতন ধর্মের অনুসারীরা।

মুর্তির চোখ দুটি বড়-বড় গোলাকার। হাত অসম্পুর্ণ। মুূর্তিতে কোন পা দেখা যায়না। বিগ্রহে অসম্পুর্ণ হাত ও পায়ের অনুপস্হিতি নিয়ে নানা ধরনের মতবাদ থাকলেও পবিত্র অটুট বিশ্বাস প্রচালিত রয়েছে।যেখানেই জগন্নাথ মন্দির আছে, সেখানেই এই ধরনের রথযাত্রা উৎসব আয়োজিত হয়েছে। ভক্তরাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথগুলি টেনে নিয়ে যান।

পত্রিকাএকাত্তর /আক্তারুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news