বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নড়াইল জেলা প্রতিনিধি

২১ মে, ২০২২, ১ year আগে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নড়াইল সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২, বালক ( অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২, বালিকা (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সদর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২, বালিকা (অনুর্ধ্ব-১৭) বাস্তবায়ন কমিটির সভাপতি সাদিয়া ইসলামের সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জাতীয় পার্টির সভাপতি এডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ প্রমূখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২, বালিকা (অনুর্ধ্ব-১৭) র প্রতিযোগিতায় উপজেলার ১৩ টি ইউনিয়নের বালক-বালিকা দল অংশগ্রহন করছে।

এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সিংগা শৈলপুর ফুটবল একাদশ মাইজপাড়া ফুটবল দলকে ৩-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

পত্রিকা একাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news