বিদায় অজি কিংবদন্তী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে, ২০২২, ১ year আগে

বিদায় অজি কিংবদন্তী

প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস মাত্র ৪৬ বছর বয়সে গাড়ি দূর্ঘটনার মারা গেছে। ট্রাউন্সভিলে রবিবার ঘটে এ দূর্ঘটনাটি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ''রাত ১১ টার দিকে হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে যাচ্ছিল গাড়িটি।

অ্যালিস রিভার ব্রিজের কাছে বাম দিকে বাঁক নেওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাঁর একমাত্র সহযোগী তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শরীরের একাধিক স্থানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান।''

সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জন্ম ৯ জুন ১৯৭৫ সালের ইংল্যান্ডের বামিংহামের ওয়েস্ট মিডল্যান্ডস এ। 'অ্যান্ড্রু সাইমন্ডস' নাম থাকলেও 'রয়' নামে ছিল বেশি পরিচিত। ডান হাতে ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে ডানহাতি মিডিয়াম কিংবা ডানহাতি অফ ব্রেক বোলিংও করতে পারতেন।

অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক একদিবসীয় ক্রিকেটে অভিষেক হয় ১০ নভেম্বর ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে। অভিষেকের পর ১৯৮ টি একদিবসীয় ম্যাচ খেলে ৩৯.৪৪ গড়ে ৫০৮৮ রান যেখানে রয়েছে ৬ টি শতক ও ৩০ টি অর্ধশতক। বল হাতে নামের পাশে ১৩৩ উইকেট; এক ম্যাচ পাঁচ উইকেট নিয়েছেন একবার।

টেস্ট ক্রিকেটে অভিষেক হয় শ্রীলঙ্কার বিপক্ষে ৮ মার্চ ২০০৪ সালে 'ক্যাপ নম্বর ৩৮৮'। অভিষেকের পর ২৬ টি টেস্ট খেলে ৪০.৬১ গড়ে রান ১৪৬২ যেখানে রয়েছে ২ টি শতক ও ১০ টি অর্ধশতক। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৪ টি উইকেট।

১৪ টি টি-টোয়েন্টি খেলে ২ টি অর্ধশতকে ভর করে মোট রান ৩৩৭; পাশাপাশি ৮ উইকেট।১৯৯৮ এবং ২০০৯ সালে দুইবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের একাদশেও ছিলেন কিংবদন্তি এ খেলোয়াড়।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ঘরোয়া ক্রিকেট লীগেও দাপিয়ে বেড়িয়েছি আপন মেজাজে। জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ ২০০৮-২০০৯ সিজনে খেলেছেন ডেকান চার্জার্স এর হয়ে। ২০০৯ সালে ডেকান চার্জার্স প্রথমবারের মত আইপিএল এর শিরোপা জিতেলে, সেখানে একাদশে ছিল সাইমন্ডস। ২০১১ সালে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের দলে।

১৬ ফেব্রুয়ারি, ২০১২ সালে পারিবারিক জীবনকে উপভোগ করতে সাইমন্ডস সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

পত্রিকা একাত্তর /অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news