সামান্য বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ। এমন অভিযোগ করেছেন মাঠের নিয়মিত খেলোয়াড় ও এলাকাবাসী। মাঠটি দ্রুত সংস্কারের মাধ্যমে সারাবছর খেলার উপযোগী বানানোর দাবী সবার।
রোববার (৯ই অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের পশ্চিমে ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পূর্বে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি বৃষ্টির পানিতে জলাবদ্ধ অবস্থায়। এছাড়া কনক্রিটের তৈরি কয়েকটি বেঞ্চ ভঙ্গুর অবস্থায়।
মাঠের দুরবস্থার বিষয়ে কৃতি ফুটবলার ইস্তিক আহমেদ জানান, সামান্য বৃষ্টিতে মাঠের তিন ভাগের এক ভাগ পানিতে ডুবে যায়। মাঠের বেহাল দশার কারণে কিশোর-তরুণেরা মাঠ বিমুখ হয়ে মোবাইলে অনলাইন গেমের প্রতি আসক্ত হচ্ছে। এই অবস্থায় মাঠের তদারকি বাড়িয়ে যুবকদের অনলাইন গেমের কবল থেকে বাঁচাতে দ্রুত মাঠ সংস্কারের দাবী জানান এই খেলোয়াড়।
ডোমারের নারী দলের খেলোয়াড় শারমিন জাহান মিথিলা জানান, ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের উদ্যোগে এখন আমরা মেয়েরা মাঠে এসে নিয়মিত খেলছি। তবে সামান্য বৃষ্টিতে মাঠের বেহাল দশায় আমাদের খেলার অনুশীলন করতে সমস্যা হয়।
এখানকার আরেক খেলোয়াড় মাহির মুহাম্মদ মিলন বলেন, মাঠে সীমানা প্রাচীর না থাকায় বিদ্যুৎ অফিসের পিলারবাহী ট্রাক এবং বিভিন্ন মালবাহী গাড়ি প্রায় প্রধান সড়ক থেকে সরাসরি মাঠে প্রবেশ করে। এর ফলে মাঠের বিভিন্ন জায়গায় খালখন্দের সৃষ্টি হয়। এছাড়া মাঠের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতে মাঠে পানি আটকে থাকে। দ্রুত মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য উপজেলা প্রশাসন এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাঠ সংস্কারের ব্যাপারে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ছেলে ও মেয়ের দল স্বতঃস্ফূর্তভাবে নিয়মিত অনুশীলন করছে। এটি ডোমার উপজেলার একটি ঐতিহ্যবাহী মাঠ। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করেছি, অতি দ্রুত সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব।
পত্রিকা একাত্তর /রিশাদ
আপনার মতামত লিখুন :