৬ষ্ঠ দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট আবারও চ্যাম্পিয়ন আনন্দসাগর ব্লাস্ট

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

১৬ মার্চ, ২০২২, ২ years আগে

৬ষ্ঠ দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট আবারও চ্যাম্পিয়ন আনন্দসাগর ব্লাস্ট

৬ষ্ঠ দিনাজপুর মাষ্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে পরপর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলোআনন্দসাগর ব্লাষ্ট। আর চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে উংসবমুখর পরিবেশে শেষ হলো এবারের খেলা।

গতবারের রানার আপ সুখসাগরওয়ারির্সকে ৮ ইউকেটের ব্যবধানে হারিয়ে আনন্দ সাগর ব্লাষ্ট চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ৩০ বলে ৬০ রান করার সুবাদেআনন্দ সাগর ব্লাষ্টের মুরাদ ম্যান অব দি ম্যাচের পুরস্কার পায়।

খেলা শেষে চ্যাম্পিয়ন আনন্দসাগর ব্লাস্ট দলের ম্যানেজার সৈয়দ সাগির আহমেদসহ খেলোয়াড় এবং রানার্স আপ সুখসাগরওয়ারিয়র্স দলের ম্যানেজার ছবি কবিরুল হাইসহ খেলোয়াড়দেরমাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারনসম্পাদক সুব্রত মজুমদার ডলার, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, জেলা চাউল কলমালিক গ্রুপের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিবমিজানুর রহমান পাটোয়ারী বাবু প্রমুখ।

আজ বুধবার দুপুরে দিনাজপুর বড়মাঠে ৬ষ্ঠ মাষ্টার্স কাপ ক্রিকেটটুর্নামেন্টের ফাইনাল খেলায় টসে জিতে সুখসাগর ওয়ারির্সব্যাটিং নেয় নির্ধারিত ২০ ওভারে সব ইউকেট হারিয়ে ১৭৫ রানকরে। ১৭৬ রানের লক্ষ্য নিয়ে আনন্দ সাগর ব্লাষ্ট ব্যাটিংয়ে নেমে মাত্র৭ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করতেসমর্থ হয়।

সর্বোচ্চ রান করার জন্য আনন্দসাগর ব্লাষ্টের মোবাশ্বেরবাবু মাস্টারস অব দি ম্যাচ এবং বেষ্ট পারফরমেন্সের জন্য মাস্টার অব দিটুর্নামেন্ট হয়েছেন সুখ সাগরের আপেল।

এর আগের দিন মঙ্গলবার প্রবীণদের নিয়ে গড়া লিজেন্ড যমুনা হান্টার ও পদ্মা ফাইটারস এর মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতেযমুনা হান্টার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৬ রান করে। ১১৭ রানের লক্ষ্য নিয়ে পদ্মা ফাইটার্স ১২ ওভারে মাত্রএকটি উইকেট খুইয়ে বিশাল ব্যবধানে যমুনা হান্টার্সকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সাবেক ক্রিকেটারদের নিয়ে ৬ষ্ঠ দিনাজপুর মাষ্টার্স কাপ ক্রিকেটটুর্নামেন্টে মুল পর্বে ৬টি দল ও লিজেন্ড পর্বে দুইটি দল অংশনেয়।

পত্রিকা একাত্তর / মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news