হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন কাল ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়।কক্সবাজার শহরের লালদিঘী পূর্বপাড়ে ‘সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী বাড়ি’ প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ।

উক্ত অনুষ্টানের কক্সবাজারের ভিবিন্ন উপজেলার জাতীয় হিন্দু যুব মহাজোট ও জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি - সাধারণ সম্পাদকের নেতৃত্বে শোভা যাত্রা ও আনন্দ মিলিল করেন। এর পর পরেই কক্সবাজারে এই প্রথম মাতৃপূজার মধ্য দিয়ে।পন্ডিত মিঠুন আচার্য্য এর সঞ্চলনায় অনুষ্টানের শুভ অধিবেশন আরম্ভ হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সনাতন সনাতন বিদ্যার্থী সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (সাংস্কৃতিক বিভাগ) কুশল বরণ চক্রবর্তী। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক বুলবুল তালুকদার।

তিনি বলেন, শুক্রবার সকাল দশটায় গায়ত্রী মন্ত্র পাঠের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। ১১ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হবে। এরপরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হবে। ১১ টা ২০ মিনিটে অতিথিদের আসন গ্রহণ। ও দুপুরে ২টায় মহা প্রসাদের আস্বাদন ও সর্বেশেষ দুপুর তিনটায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মনোযঙ্গ সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে সম্মেলনর সমাপ্তি ঘোষনা করেন।

পত্রিকা একাত্তর /সাগর দে

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news