জানাজা নামাজে উপস্থিতি ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রিমন এমপি, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, বরগুনা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

এমডি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ জনের মধ্যে ১০ জনের লাশ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বরগুনা জেলা প্রশাসন। বাকি ২৭ জনের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের ৭নং ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গণ কবরস্থানে দাফন করা হয়।

দাফনের সময় উপস্থিতি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, প্যানেল মেয়র রাইসুল আলম রিপন প্রমুখ।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত মোট ১০ জনের পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি ২৭ জনের দাফন সম্পন্ন করা হয়েছে।

মোঃ মনিরুল ইসলাম: স্ট্যাফ রিপোর্টার।

">

লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত ২৭ জনের গন কবরে দাফন সম্পন্ন

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

২৫ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত ২৭ জনের গন কবরে দাফন সম্পন্ন

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ২৭ জনের দাফন গণ কবরে সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠে নিহতদের জানাজা নামাজা শেষ করে দুপুর একটার দিকে দাফনের কাজ সম্পন্ন করা হয়।

জানাজা নামাজে উপস্থিতি ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রিমন এমপি, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, বরগুনা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

এমডি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ জনের মধ্যে ১০ জনের লাশ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বরগুনা জেলা প্রশাসন। বাকি ২৭ জনের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের ৭নং ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গণ কবরস্থানে দাফন করা হয়।

দাফনের সময় উপস্থিতি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, প্যানেল মেয়র রাইসুল আলম রিপন প্রমুখ।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত মোট ১০ জনের পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি ২৭ জনের দাফন সম্পন্ন করা হয়েছে।

মোঃ মনিরুল ইসলাম: স্ট্যাফ রিপোর্টার।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news