রহনপুরে ছিনতাই প্রশাসনের সহযোগিতা চাই

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

২৮ এপ্রিল, ২০২২, ১ year আগে

রহনপুরে ছিনতাই প্রশাসনের সহযোগিতা চাই

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে হটাৎ করেই ছিনতাই বৃদ্ধি পেয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে ছিনতাইকারী চক্র সক্রিয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত দু'দিনে দুটি পরিবার ছিনতাইয়ের শিকার হয়েছেন।

মঙ্গলবার রাত ৮ টায় স্টেশন বাজার থেকে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন সোনাইচন্ডী কলেজের প্রভাষক এমাজউদ্দীনের স্ত্রী ও কন্যা।

বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী যুবক তাদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। ব্যাগে প্রায় দেড় হাজার টাকা ও মোবাইল ফোন ছিল। বুধবার একই সময়ে উপজেলা চত্বরে অবস্থিত অতিরিক্ত পুলিশ সুপার এর কার্যালয়ের পাশে নিজ বাড়ীর সামনে ছিনতাইয়ের শিকার হন কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা মইনুল ইসলামের স্ত্রী।

ছিনতাইকারী যুবক মোটরসাইকেল নিয়ে এসে তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে পালিয়ে যায়। রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজগর আলী জানান, ছিনতাই হওয়ার বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। তবে ঘটনাটি শুনেছি। আমরা ছিনতাইকারীকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পত্রিকাএকাত্তর/ ইয়াহিয়া রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news