৪০তম বিসিএসে দশম ডোমারের বাধন মেহরা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ এপ্রিল, ২০২২, ২ years আগে

৪০তম বিসিএসে দশম ডোমারের বাধন মেহরা
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নীলফামারীর ডোমারের গর্বিত কৃতি সন্তান বাধন মেহরা ৪০ তম বিসিএস এর অডিট এন্ড একাউন্টসে দশম স্থান অধিকার করেছেন

এতে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে ডোমারবাসী। বুধবার (৩০শে মার্চ) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক ৪০তম বিসিএস এর ফলাফল প্রকাশ করা হয়। এতে অডিট এন্ড একাউন্টস ক্যাডারে দশম স্থান অধিকার করে নীলফামারীর ডোমারের বাধন মেহরা।

তিনি ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মন্টু শর্মার পুত্র। ২০১০ সালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১২ সালে ডোমার সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি।

পরবর্তীতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় স্নাতক পাশ করেন বাধন। প্রখর মেধাবী এই তরুণ বাংলাদেশ পুলিশের একজন সাব-ইন্সপেক্টর হিসেবে রংপুর মেট্রোপলিটনে দায়িত্ব পালন করেন।

বিসিএস সুপারিশ প্রাপ্ত বাধন মেহরা জানান, মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে বিসিএস উত্তীর্ণ হওয়া ছিল আমার জন্য একটি স্বপ্ন। যা অধিক পরিশ্রমের ফলপ্রসূতে আজ সফলতা এসেছে।

দশম স্থান অধিকার করায় আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি। আমার পরবর্তী জীবনের সাফল্য কামনায় সকলের কাছে দোয়া কামনা করছি।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news