এপেক্স বাংলাদেশের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি, পিরোজপুর

২ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

এপেক্স বাংলাদেশের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আজ ২রা সেপ্টেম্বর রাজধানীর ম্যারিয়ড কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের সারাদেশ থেকে আগত তিন শতাধিক সদস্যদের নিয়ে আয়োজিত হয় ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি।

তিনি বলেন সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে সমাজ বিনির্মানে ভূমিকা রাখছে জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যার মধ্যে এপেক্স বাংলাদেশ অন্যতম আমি আন্তর্জাতিক অতিথি ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানায় ও সংগঠনের কার্যক্রমের সফলতা কামনা করেন ।

সংগঠনের জাতীয় যুব ও সুনাগরিকত্ব পরিচালক এপে. এএফএম এনামুল হক মামুন সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন এপেক্স গ্লোবালের চেয়ারম্যান এপে.ডেনিস, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে.ইলিয়াস জসিম,এপেক্স অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট এপে.সিমন,এপেক্স পিলিপাইনের প্রেসিডেন্ট আরওয়েন,এপেক্স মালেশিয়ার প্রেসিডেন্ট এপে. কানাগরাজ,এপেক্স ইন্ডিয়ার প্রেসিডেন্ট এপে.সেমল কারক। গেস্ট অব ওনার হিসেবে উপস্থিত ছিলেন এনভিপি এপে. মাহমুদুল হক সাবু ও আইপিএনপি এপে. নিজাম উদ্দিন পিন্টু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত এলজি পিএনপিবৃন্দ ও জাতীয় বোর্ডের পরিচালক,গভর্নরবৃন্দ। ১৯৩১ সালে আন্তর্জাতিক ভাবে অস্ট্রেলিয়াতে এপেক্স আন্দোলনের যাত্রা শুরু করেন আর বাংলাদেশে যাত্রা শুরু হয় ১৯৬১সালে। সেবা, সুনাগরিকত্ব, সৌহার্দ্য এই তিনটি মোটো নিয়ে সারাদেশে ১৪০টি ক্লাবের মাধ্যমে সুনামের সাথে কম ভাগ্যবান মানুষের জন্য কাজ করে যাচ্ছে এপেক্স বাংলাদেশ।

পত্রিকা একাত্তর /রুবেল মিয়া

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news