ডোমারে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২৮/১০/২০২২, ১২:৩৮ পূর্বাহ্ণ / ৭৩
ডোমারে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে আজ। আলোচনা সভা আয়োজন ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) বিকালে ডোমার নাট্য সমিতি মঞ্চে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে উপজেলা শাখার সদস্য সচিব শাহিন আলম শান্ত’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমীর।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লিমন ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সদর ইউনিয়নের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সোনারায় ইউনিয়নের আহ্বায়ক জবলুর রাকিব, গোমনাতী ইউনিয়নের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের আহ্বায়ক আবু সাঈদ, জোড়াবাড়ি ইউনিয়নের আহ্বায়ক রবিউল আলম ভুট্টু, বামুনিয়া ইউনিয়নের আহ্বায়ক ছানি, বোড়াগাড়ি ইউনিয়নের সদস্য সচিব ও বোড়াগাড়ি ইউপি সদস্য ফারুক আহমেদ, পৌর সদস্য সচিব আশিকুর রহমান আশিক, যুগ্ম-আহ্বায়ক ডা. কামরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমীর বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান- ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’।জুলুমবাজির পতন ঘটানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সকল বাঁধা-বিপত্তি মোকাবেলা করে আগামী ২৯শে অক্টোবর রংপুরের গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদলের সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

পত্রিকা একাত্তর/ রিশাদ