ইবিতে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৭ মার্চ, ২০২২, ২ years আগে

ইবিতে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ’৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস’ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৭ মার্চ উদ্যাপন কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

এ প্রতিযোগিতা অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বলিষ্ঠ কন্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করে শোনায়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, "এই যে আমি এখানে দাঁড়িয়ে বাংলায় কথা বলছি, যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো তাহলে আমি কিন্তু বাংলায় কথা বলতে পারতাম না। যদি বঙ্গবন্ধু না থাকতো আমি আমার মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। আমি আমার 'মা' কে 'মা' বলে ডাকতে পারতাম না। তিনি শিক্ষার্থীদেরকে প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার আহ্বান জানান।"

পত্রিকা একাত্তর / সামী আল সাদ আওন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news