বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সভা

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

২৪ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সভা

বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার পোলঘাটস্থ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায়, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ জামিল হোসেন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হোসাইন, ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, মোল্যা আবু জিহাদ, এজিএম ব্রজ গোপাল দেবনাথ, সমিতি বোর্ডের সহসভাপতি আশিষ কুমার পাল, সচিব মোঃ রোকনুজ্জামান খান, কোষাধ্যক্ষ কানিজ তারজানা ফেরদৌসি, পরিচালক মোঃ আলমগীর হোসেন, প্রদীপ গোলদার, শেখ সুলতান আলী, শেখ হেকমত আলী, শ্রাবন্তী দেসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা, কর্মচারী ও বোর্ডের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এছাড়া ৩২তম এই সভায় পল্লী বিদ্যুৎ সমিতির সহস্রাধিক গ্রাহক ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভা শেষে নিয়মিত ও সর্বোচ্চ বিল প্রদানকারী গ্রাহকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এছাড়া ভার্চুয়ালি অংশগ্রহনকারী গ্রাহকদের মাঝে লটারির মাধ্যমে বিজয়ীদের শুভেচ্ছা পুরুস্কার প্রদান করা হয়।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হোসাইন বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা ও সাধারণ মানুষের ঘর আলোকিত করতে পল্লী বিদ্যুৎ সমিতি ব্যাপক ভূমিকা পালন করছে। বাগেরহাট পল্লী বিদ্যুৎ তার আওতাধীন শতভাগ মানুষকে বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয়েছে। বর্তমানে আমাদের ২ লক্ষ ৯৮ হাজার ৩১০ জন আবাসিক গ্রাহক, ২৩ হাজার ৯২৬ জন বানিজ্যিক গ্রাহক, ১৫টি বানিজ্যিক অফিস, ২ হাজার ৩৫৫টি সেচ সংযোগ, ২ হাজার ১৯৬ টি ক্ষুদ্র শিল্প, ১২৯টি বৃহতৎ শিল্প, ৫ হাজার ২৭২টি দাতব্য প্রতিষ্ঠানসহ আমাদের বেশকিছু গ্রাহক রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এই গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য।

পত্রিকা একাত্তর / শেখ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news