স্বপ্ন: আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারী, ২০২২, ২ years আগে

স্বপ্ন: আতিকুল ইসলাম
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

পৃথিবীর অভিধানে আছে যত শব্দের সমাহার

তার মাঝে স্বপ্ন শব্দটা সবার।

আমার কাছে স্বপ্ন মানে দর্পনের প্রতিবিম্ব

আরও পড়ুনঃ  পরী

আমি যাই তার যতটুকু কাছে

সে ততটুকুই আমার কাছে আসে

পৃথিবীতে সবারই কিছু না কিছু স্বপ্ন আছে

আসলে স্বপ্ন বিনা কেউ কি বাঁচে?

যেই মানুষটির চোখের সামনে ঘুরছে মহাকাল

আরও পড়ুনঃ  ঈদ-উল আযহা

তারও চোখে কিন্তু রয়েছে নানান স্বপ্নের অন্তজাল

একটু পরে মৃত্যুর মিছিলে যোগ দিবে যে

কালকের দিনটাকেও নিয়ে স্বপ্ন ছিল তার কাছে

আসলেই স্বপ্ন বিনা কেউ কি বাঁচে?

আরও পড়ুনঃ  বাবা

কেউবা স্বপ্ন দেখে প্রিয়তমাকে নিয়ে হাটবে নিরন্তর

অতিক্রম করবে সে পথ যেখানে মিলে গেছে দিগন্ত

এই স্বপ্নগুলোর কথা মনে করে সেও কিন্তু হাসে

আসলেই স্বপ্ন বিনা কেউ কি বাঁচে?

দূরন্ত কিশোরটাও কিন্তু মনে মনে ভাবে

একদিন সে অনেক কিছুই হবে

তার সাফল্যের কথা লেখা থাকবে আকাশে

সেও প্রিয় হয়ে উঠবে অপ্রিয়দের কাছে

আসলেই স্বপ্ন বিনা কেউ কি বাঁচে?

শোষিত মানুষরাও কিন্তু সেই প্রত্যাশায় থাকে

একদিন এই অধ্যায়টাও চলে যাবে বেঁকে

তারাও সেদিন দেখবে পূণিমার চাঁদটাকে

এই দিনটাকে ঘিরেও তাদের একটা স্বপ্ন আছে

আসলেই স্বপ্ন বিনা কেউ কি বাঁচে?

তবে কেন পৃথিবীর প্রতিকুলতায়

কারো স্বপ্ন হয়ে যায় ঢাকা

হয় না কেন স্বপ্নগুলোর সাথে

চোখে চোখ রাখা?

কারো স্বপ্নগুলো যেন তারা হয়ে ভাসে আকাশে

তবে কেন তোমার স্বপ্নগুলো আবছা আবছা ভাসে

তার স্বপ্নগুলো জানে যেই বালুকণা

তারই কাছে কেন তোমার স্বপ্নগুলো অচেনা?

সেও মানুষ,তুমিও মানুষ

পার্থক্য শুধু স্পৃহায়

বলো আর কত কাল তবে

ডুবে থাকবে মিছে আবেগের মায়ায়???

পত্রিকা৭১/ হুমায়ুন কবীর।

আরও পড়ুনঃ  আমার পৃথিবী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news