কবিতা - ধোঁয়ায় পোড়ায় দেহ

নিজাম হোসাইন অপূর্ব

নিজাম হোসাইন অপূর্ব

১৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

কবিতা - ধোঁয়ায় পোড়ায় দেহ

বিদায় নিচ্ছি আজ আমি কোনো এক নিষিদ্ধ নিরালায়ে।

যেখানে নেই শব্দ দূষণ শূন্য লোকালয়ে।

যেখানে নিদ্রাবিহীন দেহ ঘুমায় হাজার বছর ধরে।

আরও পড়ুনঃ  পরী

যেখানে কালো ধোয়ায় পোড়ায় দেহ,

কষ্টে সিদ্ধ জীবনটারে।

আজ আমি বিদায় নিচ্ছি সকল স্বপ্ন ভুলে।

যেখানে স্বপ্নগুলো আগুন হয়ে পোড়ায় দেহটারে।

আমি না হয় আড়াল হব সকল মায়া ভুলে।

আরও পড়ুনঃ  ঈদ-উল আযহা

যেখানে শূন্য দেহ ঘুমায় শুধু হাজার বছর ধরে।

যেখানে আগুন খেলা বড্ড বেশি পোড়ায় দেহটারে।

আমি না হয় আড়াল হব কোন ঘুম ভাঙা এক রাতে।

একাই যাবো উধাও হবো কোন স্বপ্ন ভাঙ্গা রাতে।

আরও পড়ুনঃ  বাবা

যেখানে স্বপ্নগুলো আগুন হয়ে পোড়ায় দেহটারে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news