করোনায় আক্রান্ত হলেন কুবি ট্রেজারার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৬ জানুয়ারী, ২০২২, ২ years আগে

করোনায় আক্রান্ত হলেন কুবি ট্রেজারার
ডা. মোঃ হুমায়ুন কবির

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ হুমায়ুন কবির করোনায় আক্রান্ত হওয়ার পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান মোঠোফোনে বলেন, গত রোববার করোনার পরীক্ষা করে রাতেই করোনা পজিটিভ রেজাল্ট পাই। এখন শরীরে খুব বেশি সমস্যা দেখা দেয়নি। তবে হালকা জ্বর থাকে। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি আপাতত। আমার জন্য সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী আক্রান্ত হয়েছেন ২২ জানুয়ারি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ হুমায়ুন কবির করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জানুয়ারি। বর্তমানে তারা উভয়েই নিজ বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news