হাতীবান্ধায় আদা চাষে বাম্পার ফলনে স্বপ্ন দেখছে জাহিদুল

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

হাতীবান্ধায় আদা চাষে বাম্পার ফলনে স্বপ্ন দেখছে জাহিদুল
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

চলতি বছরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রত্যন্ত এলাকা পুর্ব সাড়ডুবি গ্রামের জাহিদুল ইসলাম জীবনের প্রথম আদা চাষ করে বাম্পার ফলন হওয়ায় সফলতা অর্জনের পাশা পাশি অধিক লাভের স্বপ্ন দেখছেন।

জানা গেছে উপজেলার পত্যন্তএলাকা পুর্ব সাড়ডুবি গ্রামের জাহিদুল ইসলাম উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর প্রথমপর্যায় সংশোধতীয় তৃতীয় পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদন প্রজেক্ট হিসেবে জীবনের প্রথম ৫৫ শতাংশ জমিতে বারী জাতের আদা চাষ করেন।কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সঠিক ভাবে পরিচর্যা করে বাম্পার ফলন ফলাতে সক্ষম হওয়ার পাশা পাশি একজন সফল আদা চাষী হিসেবে গৌরব অর্জন করেছে। গত রবিবার কৃষি সম্প্রসারন অধিদপ্তর লালমনিরহাটের অতিরিক্ত উপ পরিচালক ( উদ্বিদ) ডঃ মোঃ সোহাগ মাহফুজ উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক কে সাথে নিয়ে উক্ত প্রজেক্ট পরিদর্শন করেন।

এসময়ে আদা চাষী জাহিদুল ইসলাম জানান সরকারী সহযোগিতা সহ ৫৫ শতাংশ জমিতে সব মিলিয়ে মোট ব্যয় হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা বিনিময়ে উৎপাদিত আদার পরিমান হবে মেট্রিক টন। যাহার বর্তমান বাজার মুল্যে সাড়ে ৬ লাখ টাকা বিক্রি হবে। তিনি আরও জানান এই এলাকায় আমি প্রথম আদা চাষ করেছি।

এখন আমার ক্ষেতের বাম্পার ফলন দেখে এলাকার অনেকে বলেন আদা একটি লাভ জনক ফসল, আগামি মৌসুৃমে একাধিক চাষী আদা চাষ করার আগ্রহ প্রকাশ করেছে। পরিদর্শন শেষে উপ পরিচালক আদা চাষী জাহিদুল ইসলাম কে একজন সফল আদা চাষী হিসেবে প্রশংসা করে তাকে পুরুস্কৃত করতে উপজেলা কৃষি অফিসারএর প্রতি আহবান জানান।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news