খালেদা জিয়ার প্রটোকল বহরে হিট স্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ মে, ২০২৫, ৫ ঘন্টা আগে

খালেদা জিয়ার প্রটোকল বহরে হিট স্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা

বিএনপি নেত্রী খালেদা জিয়ার দেশে আগমনে প্রটোকল বহরে অংশ নিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত জবি ছাত্রদল নেতা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসার খবরে প্রটোকল বহরে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আজিজুর রহমান। তবে প্রচণ্ড গরমে তিনি হিট স্ট্রোক করেছেন।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এলাকায় জবি ছাত্রদলের পক্ষ থেকে প্রটোকল বহরে অংশ নিয়ে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন জানান, দেশনেত্রীর দেশে ফেরার খবরে আনন্দিত হয়ে সারারাত না ঘুমিয়ে প্রোগ্রামে অংশ নেওয়া ও গরমের কারণে আজিজুর রহমান হিটস্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news