অবৈধভাবে মজুদকৃত সার জব্দ

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

১ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

অবৈধভাবে মজুদকৃত সার জব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুদকৃত ২৩ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ‍‍্যায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল- মারুফের দিক-নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ির গ্রামের ফুল মিয়ার মুদির দোকান (মা স্টোরে) অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন অবৈধভাবে মজুদকৃত ২৩ বস্তা সার জব্দ করে সরকারি ন্যায্যমূল্যে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ রাশিদুল কবির উপস্থিতিতে ওই ইউনিয়নের কৃষকদের মাঝে প্রতি বস্তা সার ১১ শত টাকা বিক্রয় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কৃষিবিদ মিজানুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী অফিসার সাদেক হোসেন, ইউপি সদস‍্য জবেদ আলী, সাংবাদিকসহ কৃষি উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ।উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ রাশিদুল কবির জানান, উপজেলায় একটি পৌর ও ১৫ টি ইউনিয়নে মোট ১৬ জন ডিলার রয়েছে। প্রতিটি ডিলারের কাছে পর্যাপ্ত পরিমান সার আছে।আপনারা সরকারি ন‍্যায‍্যমূল‍্যে সার ক্রয় করবেন। এতে যদি কেউ অবৈধভাবে সার মজুদ করে সিন্ডিকেট তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

পত্রিকা একাত্তর /হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news