গৌরীপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর

২৮ আগস্ট, ২০২২, ১ year আগে

গৌরীপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সুরিয়া নদীর ওপর নির্মিত একটি ব্রিজের পিলার মাটিতে দেবে হেলে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্ত ব্রিজের প্রবেশ পথে কোন বিধিনিষেধ ও সর্তকতাবানী না থাকায় ঝুঁকি নিয়ে দুই পারের মানুষ ও যানবাহন চলাচল করছে।

ফলে যেকোন মুহূর্তে ব্রিজ ধসে দুঘর্টনা ঘটতে পারে। অচিন্তপুর ইউনিয়নের বাকরকোনা ও খান্দার গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া সুরিয়া নদীর উপর ২০১৪ সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে একটিব্রিজ নির্মাণ করা হয়। অচিন্তপুর, খান্দার, বাকরকোনা, মহিশ্বরণ, বালুয়াকান্দা,মুখুরিয়া, ঘাগলা সহ বিভিন্ন গ্রামের মানুষ উপজেলা সদর ও আঞ্চলিক বাজারে যাতায়াত করতে, কৃষক কৃষি পণ্য হাঁটবাজারে কেনাবেচা করতে ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে এই ব্রিজ ব্যবহার করে। কিন্ত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েক কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। সরজমিনে দেখা গেছে সুরিয়া নদীর ওপর নির্মিত ব্রিজটির পিলার দেবে গিয়ে ব্রিজ এক পাশে কিছুটা হেলে পড়েছে। ব্রিজের দুই পাশের দেয়াল ভেঙে রড বেরিয়ে এসেছে।

ব্রিজের উপর ও নিচের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। খসে পড়ছে ব্রিজের কংক্রিট ও পলেস্তার। সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের দু পাশের মাটি। গ্রামবাসী মাটি কেটে ব্রিজর সংযোগ সড়ক মেরামত করলেও বৃষ্টি ও নদীর পানির স্রোতে ফের সড়কে ভাঙন দেখা দিয়েছে। সহজ যোগাযোগ ও সময় বাঁচাতে প্রতিদিন দুই পারের মানুষ ও হালকা যানবাহন ঝুঁকি নিয়ে ব্রিজ পার হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ নির্মাণ কাজে অনিয়ম ও নদীর প্রশস্ততার তুলনায় ব্রিজের দৈর্ঘ্য কম হওয়ায় নির্মাণের এক বছরের মধ্যেই ব্রিজের পিলার দেবে গিয়ে ব্রিজটি হেলে পড়ে।

এরপর সংস্কার না করায় দিন দিন সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান। অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান বলেন, দুর্ঘটনার ঝুঁকি থাকায় ব্রিজটি দিয়ে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে প্রতিনিয়ত দুই পারের মানুষসহ হালকা যানবাহন ঝুঁকি নিয়ে ব্রিজ পার হচ্ছে। বর্ষায় নদীর পানির তীব্র স্রোত কিংবা প্রাকৃতিক দুর্যোগে ব্রিজের ধসে দুর্ঘটনা ঘটতে পারে। জনদুর্ভোগ লাঘব করতে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি সরকারের কাছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু বলেন, সুরিয়া নদীর ওপর পুরাতন ব্রিজের জায়গায় নতুন ব্রিজ নির্মাণের জন্য দ্রুত প্রস্তাব পাঠানো হবে।

পত্রিকা একাত্তর /হুমায়ুন কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news