বাংলাদেশ টেলিভিশন বিতর্কে বেরোবির শ্রেষ্ঠ অবদান

বেরোবি প্রতিনিধি

২২ আগস্ট, ২০২২, ১ year আগে

বাংলাদেশ টেলিভিশন বিতর্কে বেরোবির শ্রেষ্ঠ অবদান

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত "স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১ম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২" এর তৃতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিতার্কিক দল।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) হারিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর বিতর্ক দল প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করে। এই জয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০৪ দলের মধ্য বেরোবির একমাত্র প্রতিনিধি হিসেবে দলটি শেষ ১৬ তে জায়গা করে নিয়েছে। যা বাংলাদেশ টেলিভিশন বিতর্কের ইতিহাসে বেরোবির এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন।

উক্ত বিতর্কের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ।দলটির বিতার্কিকবৃন্দ ১ম বক্তা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মোঃ মাকসুদুল হাসান, ২য় বক্তাএকই বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির ইশতিয়াক আহমেদ ও দলনেতা জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোঃ আসাদুজ্জামান আবীর। উল্লেখ্য, তারা তিনজনই বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন - ব্রুডার বিতার্কিক।

পত্রিকাএকাত্তর /ফারহান সাদিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news