বশেফমুবিপ্রবিতে গুচ্ছের ‘ সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | জামালপুর

জেলা প্রতিনিধি | জামালপুর

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

বশেফমুবিপ্রবিতে গুচ্ছের ‘ সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জামালপুরে মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি-তে) গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ আগষ্ট) দুপুর ১২.০০ টা থেকে ০১:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির ‘সি’ ইউনিটের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ পরীক্ষার হল পরিদর্শন করেন। ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, অর্থ হিসাব বিভাগের পরিচালক খান মো. অলিয়ার রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। এবার' সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৩০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

পত্রিকাএকাত্তর /সাকিব আল হাসান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news