জবিতে গুচ্ছের বানিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

জবিতে গুচ্ছের বানিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বানিজ্য বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হলো। শনিবার (২০ আগস্ট) বেলা ১২টা থেকে ১ টা পর্যন্ত বানিজ্য অনুষদভুক্ত 'গ' ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। দেশের অন্যান্য কেন্দ্রের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল।

পরীক্ষা বেলা ১২টায় শুরু হলেও শনিবার সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছুরা ক্যাম্পাসে প্রবেশ করতে থাকে। বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট, দ্বিতীয় গেইট, তৃতীয় গেইট এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গেইট দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশে করতে থাকে। প্রবেশপথের পাশেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ছিল সহায়তা ডেস্ক। যেখান থেকে ভর্তিচ্ছুরা পরীক্ষা রুম ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পেরেছে।

এদিকে সার্বিক শৃঙখলা রক্ষায় তৎপর ছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশে মোতায়েন ছিল পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। একই সাথে বিএনসিসি ও রোভার স্কাউট সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও পরীক্ষার্থীদের সহায়তায় সচেষ্ট ছিল

এদিকে ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চলে আসা ১৪ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ক্যাম্পাসেই। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি রুমে সেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থাপনায়।

গুচ্ছে অংশগ্রহণকৃত শিক্ষার্থীরা জানান, শর্ট সিলেবাসের বাইরের থেকে ও পরীক্ষায় প্রশ্ন ছিল। সেসব প্রশ্নের উত্তর দিতে না পারায় অনেকেই হতাশ হয়েছেন। তবে প্রশ্নের মান ভালো ছিলো বলে জানিয়েছেন শিক্ষার্থীরা

পত্রিকাএকাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news