বিদ্যালয়ে লুঙ্গি পরিহিত বহিরাগত যুবককে দিয়ে পাঠদান

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

৩১ জুলাই, ২০২২, ১ year আগে

বিদ্যালয়ে লুঙ্গি পরিহিত বহিরাগত যুবককে দিয়ে পাঠদান

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ে লুঙ্গি পরিহিত এক বহিরাগত যুবককে দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করায় এলাকায় চলছে এনিয়ে নানান আলোচনা সমালোচনা।

জানাযায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন শুক্রীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল(৩০জুলাই) শনিবার সকাল অনুমানিক ১১টায় লুঙ্গি পরিহিত বহিরাগত এক যুবককের মাধ্যমে ঐ শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীদের পাঠদান করান সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকা গীতাঞ্জলী।

এনিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। আজমিরীগঞ্জ পৌরসভাধীন শুক্রীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৭ জন।এরমধ্যে দু'টি পদ শূন্য দুটি। বর্তমানে কর্মরত রয়েছেন ৫জন।কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতাঞ্জলী দেব জানান,৫ জনের মধ্যেও ৩ জন বাহিরে রয়েছেন বিভিন্ন কাজের ছুটি নিয়ে।

তিনিসহ বিদ্যালয়ে ২ জন শিক্ষক থাকলেও এরমধ্যে একজন ছুটি নিয়েছেন। এদিকে ঐ দিন প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে আসার পর সকাল ১০টার দিকে দরজার ফাঁকে আঙ্গুল প্রবেশের কারনে তার আঙুলটি কেটে যায়।এদিকে বিদ্যালয়ের দপ্তরির স্ত্রী'র অসুস্থতা জনিত কারণে দপ্তরিও অনুপস্থিত।

আবার তার আঙ্গুল কাটার জন্য চিকিৎসা নিতে,লুঙ্গি পরিহিত মোঃ কাউছার নামে স্থানীয় এক যুবককে ডেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেখাশুনা করার দ্বায়িত্ব দেন। এবং তিনি স্বাস্হ্য কমপ্লেক্সে চলে যান চিকিৎসা করাতে। অপরদিকে সকাল অনুমানিক ১১ টায় বহিরাগত এক যুবক লুঙ্গি পরিহিত অবস্হায় শ্রেণীকক্ষে শিক্ষকের চেয়ারে বসে শিশু শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছে এই বিষয়টি দেখতে পান এলাকাবাসী।

এই বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে,এনিয়ে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা গীতাঞ্জলী দেব তিনি আরও জানান,তার মৌখিক অনুমতিতেই লুঙ্গি পরিহিত বহিরাগত যুবকটি শ্রেণীকক্ষে শিক্ষকের চেয়ারে বসে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিল।

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষক ছাড়া বহিরাগত কোন যুবককে দিয়ে পাঠদান করানোর কোন নিয়ম নেই। তবে তিনি এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে দেখছি ব্যাবস্হা গ্রহন করবেন বলে জানান।

পত্রিকাএকাত্তর /আকিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news