থাই পেয়ারা চাষে স্বাবলম্বী আফরিনা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২২, ১ year আগে

থাই পেয়ারা চাষে স্বাবলম্বী আফরিনা

পেয়ারা একটি সম্ভাবনাময় ফসল। সাধারণত বীজ থেকে উৎপাদিত চারা দ্বারাই আমাদের দেশে পেয়ারাচারার চাষ হয়ে থাকে। এ ফল চাষ করে অনেক চাষি আজ প্রতিষ্ঠিত হয়েছেন।

ঠিক তেমনি পেয়ারা চাষ করে সাড়া ফেলে দিয়েছেন নীলফামারীর নারী উদ্যোক্তা মোসাঃ আফরিনা আক্তার। আফরিনা আক্তার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ীর চরখড়িবাড়ী গ্রামের বাসিন্দা। চাষাবাদের সব জমি নদী ভাঙনে চলে যাওয়ায় এখন বাড়ির ভিটার পাশে ১৫ শতাংশ জায়গায় চাষাবাদ শুরু করেন তিনি।

পত্রিকা একাত্তরকে আফরিনা আক্তার বলেন, প্রথম ১০ শতক জমিতে ১০০ থাই গোল্ডেন জাতের পেয়ারার চারা লাগাই। তার মধ্যে ৬০-৬৫ টি পেয়ারা ফল ধরে। একেকটি পেয়ারার ওজন ২০০-৩০০ গ্রাম পর্যন্ত হয়েছে। ১০ শতাংশে ভালো ফলন হওয়ায় আরো ৫ শতকে মোট ১৫ শতক জমিতে পেয়ারার চারা আমরা রোপন করি।

তিনি আরো বলেন, বছরে ২-৩ বার সার দিলেই হয় আর সার দিতে হয় না। ভলোভাবে পরিচর্যা ও যত্ন নিলে দীর্ঘদিন ফল পাওয়া যাবে এর চারা থেকে। এ'গাছে পাতা কম হওয়ায় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় না যা আমাদের জন্য প্লাস পয়েন্ট।

উপজেলা কৃষি অফিসার মোঃ সেকেন্দার আলী বলেন, আফরিনা আক্তার সহ আরো যাদের জমি নদীতে বিলিন হয়ে গেছে কৃষি বিভাগ তাদের সার্বিক সহযোগীতা করবে এবং চাষাবাদ করে জীবন ধারনের জন্য সব সময় পরামর্শ দিবে।

পত্রিকাএকাত্তর /এস. আর. পি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news