রাজশাহীতে বেড়েছে কলার উৎপাদন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২২, ১ year আগে

রাজশাহীতে বেড়েছে কলার উৎপাদন

বিগত কয়েক বছরের তুলনাই রাজশাহীতে কলার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পতিত জমি ও পুকুর পাড়ে উচ্চ ফলনশীল কলার চাষ করতে দেখা যাচ্ছে। তাছাড়া রাজশাহী অঞ্চলে বাণিজ্যিকভাবে কলার আবাদ ও উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

রাজশাহী কৃষি অধিদপ্তর পত্রিকা একাত্তরকে জানান, বিগত ৫ বছর আগে যেখানে রাজশাহীতে কলা আবাদ হতো ১ হাজার ৯০২ হেক্টর জমিতে সেখানে চলতি মৌসুমে কলা আবাদ হয়েছে ২ হাজার ৪১০ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, রাজশাহীর ৯ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কলার আবাদ হয় পুঠিয়া উপজেলায়। চলতি বছর এ উপজেলায় মোট ১ হাজার ২ হেক্টর জমিতে কলার আবাদ করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তৌফিকুর রহমানপত্রিকা একাত্তরকে বলেন, আগের চেয়ে বর্তমানে মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে কলা।

সম্প্রতি কলা খুব লাভজনক একটি কৃষি ব্যবসায় পরিণত হওয়ায় বিভিন্ন রাস্তা ও রেল লাইনের পরিত্যক্ত জায়গায় কলার চাষ হচ্ছে। আবার রাজশাহীতে প্রচুর পরিমাণে পুকুর খনন হচ্ছে। এসব পুকুর খননের পর পাড়ে লাগানো হচ্ছে কলা গাছ। এ কারণে রাজশাহীতে বাণিজ্যিকভাবে কলার আবাদ হচ্ছে প্রচুর।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news