মানববন্ধনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকবৃন্দ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

১২ জুন, ২০২২, ১ year আগে

মানববন্ধনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকবৃন্দ

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলা এবং কটূক্তির প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকগণ।

রোববার (১২ ই জুন) বেলা ১১টার দিকে কলেজের মুল ফটকের শহীদ মিনারের সামনে এই কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ান তালুকদার বলেন, ছাত্র নামক যে গুন্ডাবাহিনী শিক্ষকদেরকে লাঞ্চনা করেছে এবং অপমান করছে তাদেরকে যেনো দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় তার জন্য দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব।

দর্শন বিভাগের অধ্যাপক শামীমা আরা বলেন, আমরা যেনো নিরাপদে ক্যাম্পাসে ক্লাস নিতে পারি এবং শিক্ষকদের হয়রানির শিকার যেন না হতে হয়। সেদিকে প্রশাসনকে কঠোর নজরদারি রাখার জন্য জোর দাবি জানাচ্ছি।

পত্রিকা একাত্তর / অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news