সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টি করেছে দৈনিক ইনকিলাব

অতিথি লেখক

৪ জুন, ২০২২, ১ year আগে

সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টি করেছে দৈনিক ইনকিলাব

আজ শনিবার ০৪ জুন পাঠক নন্দিত পএিকা দৈনিক ইনকিলাব ৩৭ বছরে পা রাখল।আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ কলাম লিখেছেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট গবেষক ডা.এম এম মাজেদ তার কলামে লিখেন...

ইনকিলাব অর্থ বিপ্লব। দৈনিক ইনকিলাব সত্যিকার অর্থেই দেশের সংবাদপত্র জগতে বিপ্লব আনতে পেরেছে। প্রতিযোগিতার মধ্যে থেকেও সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টি করেছে। দেশ ও জাতির যাপিত জীবন এবং পাঠকদের চিন্তা চেতনায় কিছুটা হলেও পরিবর্তন এনেছে।

খবর প্রচারে সামাজিক দায়বদ্ধতা-নৈতিকতা চেতনার বাতিঘর হয়ে ইনকিলাব ৩৬ বছর অতিক্রম করলো।আর ইনকিলাব প্রতিষ্ঠা করেন উপমহাদেশের প্রখ্যাত আলেম দেশের আলেমকুলের শিরোমনি ইসলামী চিন্তাবিদ দার্শনিক মাওলানা এমএ মান্নান (রহ)।

তিনি ছিলেন একাধারে আধ্যাত্মিক মানুষ, আলেম, সমাজ সংস্কারক, সংগঠক, রাজনীতিবিদ এবং অসাধারণ ধীমান নেতা। তিনি রাজনীতি, এমপিত্ব ও মন্ত্রিত্বের মাধ্যমে দেশসেবার পাশাপাশি বুযুর্গ ব্যাক্তি এবং সমাজ সংস্কারক হিসেবে ইসলামী চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে ইনকিলাব প্রতিষ্ঠা করেন।

দেশের ইসলামী সংস্কৃতির বিকাশ, অবহেলিত আলেম সমাজের উন্নতি ও মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোগপযোগী করে গড়ে তুলতে ইনকিলাব অসামান্য ভূমিকা পালন করেছে। ১৯৮৬ সালের ৪ জুন ‘দেশ ও জনগণের পক্ষে’ শ্লোগান নিয়ে প্রকাশনা শুরু হয়। সেই যে যাত্রা শুরু তা এখনো অব্যাহত রয়েছে।

দেশের ভিতরে বিদেশী সংস্কৃতির আগ্রাসনের মধ্যেই ইনকিলাবের জন্ম। অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ এবং দেশজ সংস্কৃতির চর্চায় মানুষকে উদ্বুদ্ধ করায় চলার পথে ইনকিলাব নানা প্রতিকুলতার মুখে পড়েছে। ‘মৌলবাদীদের পত্রিকা’ তকমা দিয়ে কন্ঠরোধের চেস্টা হয়েছে বার বার। কিন্তু সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে এক ঝাঁক তরুণ-প্রবীণ সংবাদকর্মী ইনকিলাবকে এগিয়ে নিয়েছেন।

৩৭ বছরে পদার্পনে দেশ-জাতির জন্য নিবেদিত ও স্বাধীনতা-সার্বভৌমত্বের অঙ্গীকারে বলীয়ান দৈনিক ইনকিলাব নতুন প্রত্যয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে ।

বিজ্ঞানের বদৌলতে সারাবিশ্বে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক শক্তিশালী। খবরের জন্য ২৪ ঘন্টা অপেক্ষা নয়; মিনিটেই খবর ছড়িয়ে পড়ে সবখানে। দেশেও আসংখ্য নতুন নতুন মিডিয়ার সৃষ্টি হয়েছে। অসংখ্য পত্রিকার ভীড়ে এখনো হাজার হাজার পাঠক রয়েছেন তারা সব পত্রিকা পড়ার পরও ইনকিলাব না পড়া পর্যন্ত তৃষ্ণা মেটাতে পারেন না।

আমি একজন ইনকিলাব'র নিয়মিত লেখক হিসেবে বলতে চাই দেশে-বিদেশে অনেক পাঠকের এখনো ইনকিলাব না পড়লে মনে হয় সংবাদপত্র পড়া হয়নি। পাঠক মহলে এ অবস্থাটি সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলেই ইনকিলাব অনন্য। ইনকিলাব যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল ১৯৮৬ সালে আজ ৩৬ বছর পরও সেই অঙ্গীকারের উপর দৃঢ়পদে রয়েছে।

সর্বোপরি বলতে চাই দেশের অন্যতম প্রধান জনপ্রিয় জাতীয় দৈনিক ‘ইনকিলাব ’ ৩৬ বছর পেরিয়ে ৩৭ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সব সাংবাদিক ভাইবোন এবং যারা এ পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ইনকিলাব'র পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি।

পত্রিকা একাত্তর /ডা. মাজেদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news