মেধা ও অবৈতনিক বৃওির ফলাফল প্রকাশ ৬ জুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৩ জুন, ২০২২, ১ year আগে

মেধা ও অবৈতনিক বৃওির ফলাফল প্রকাশ ৬ জুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা ও অবৈতনিক বৃওির ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রতার কারণে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।গত ১৫ মার্চ রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বৃওি প্রাপ্তির জন্য আবেদন ফরম পূরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ মার্চ থেকে ১১ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ করে স্ব স্ব বিভাগে জমা দিতে হবে। এরপরে আবেদনকৃত ফরম পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে ১৩ এপ্রিল ও ফরমের তৃতীয় অংশে মন্তব্য প্রদানসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে আগামী ২১ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে প্রেরন করার জন্য।

বিজ্ঞপ্তির দুই মাস অতিবাহিত হওয়ার পরেও মেধা ও অবৈতনিক বৃওির ফলাফল এখনো প্রকাশিত হয় নি। এতে বিপাকে রয়েছে শিক্ষার্থীরা। যারা উক্ত বৃওির আওতাভুক্ত হবেন সেসব শিক্ষার্থীদের প্রতি মাসে চারশ টাকা হারে মেধা বৃত্তি ও এক শিক্ষাবর্ষের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে।

এদিকে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনালের ফি পরিশোধের নোটিশ দেওয়া হয়েছে। তবে যেসব শিক্ষার্থীরা বৃত্তির আওতাভুক্ত হবেন তাদের বাৎসরিক বেতন ফি মওকুফ করে দেওয়া হবে। কিন্তু বৃওির ফলাফল প্রকাশিত না হওয়ার কারনে নির্দিষ্ট তারিখের মধ্যে বৃওি ফরম পূরনকৃত শিক্ষার্থীরা টাকা পরিশোধ করতে চাচ্ছেন না।

কারন, শিক্ষার্থীরা টাকা পরিশোধ করলে পুরো সেমিস্টার ফি পরিশোধ করতে হবে। পরবর্তীতে বৃওির আওতাভুক্ত হলেও পরিশোধের টাকা ফেরত পাবেন না শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান জানান, বৃওির ফলাফল এখনো রেজিস্ট্রার অফিসে পাঠানো হয়নি। শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে জবি বৃওি শাখা অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান।

বি বৃওি শাখার ডেপুটি রেজিস্ট্রার তুহিন বলেন, গত পহেলা জুন বৃওি ফলাফল প্রকাশের জন্য উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক স্যারের সাথে এক সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। উপাচার্য স্যার ব্যস্ত থাকার কারণে সভাটির তারিখ পরিবর্তন করা হয়েছে। পরবর্তী সভা ৬ জুন বিকাল ৩:৩০ ঘটিকায় শুরু হবে। সভার পরেই বৃওির ফলাফল প্রকাশ করা হবে।

তিনি আরোও বলেন, যেসব বিভাগে সেমিস্টার ফি ৬ জুনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে, সে সকল বিভাগ গুলোই তারিখ বাড়ানোর জন্য শিক্ষকদের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের "বৃওি নীতিমালা ২০১৩" অনুযায়ী প্রতি বিভাগ হতে প্রতি শিক্ষাবর্ষে তিনজন শিক্ষার্থীকে প্রতি মাসে চারশ টাকা হারে মেধা বৃত্তি এবং এক শিক্ষাবর্ষের জন্য বিনা বেতনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ প্রদান করা হচ্ছে।

মেধাবৃত্তি ছাড়াও প্রতি বিভাগে প্রতি শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের (শতকরা ১০ জন) অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যায়নের সুযোগ রয়েছে। এতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

পত্রিকা একাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news