সাম্প্রদায়িকতা রোধে নজরুল চর্চার বিকল্প নেই : জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৩১ মে, ২০২২, ১ year আগে

সাম্প্রদায়িকতা রোধে নজরুল চর্চার বিকল্প নেই : জবি উপাচার্য

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলের প্রেম, বিদ্রোহী ও সাম্যবাদী গানগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সোমবার (৩১ মে) বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। সকল শিক্ষার্থীদের নজরুলের জীবনমুখী ও সাম্যবাদী গান-কবিতার চর্চার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে এখন জড়তা ও বিকারগ্রস্ততার প্রভাব অনেক বেশি দেখা যায়। নজরুলের গান ও কবিতার চর্চা বাড়াতে হবে। সাম্প্রদায়িকতা রোধে নজরুল চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। অনুষ্ঠানে নজরুলের রচিত ‘দাও শৌর্য দাও ধৈর্য’ গানটি সমবেতকণ্ঠে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানটির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংগীত বিভাগের চেয়ারম্যান বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন জীবন ও শিল্পের অনুরাগী। তিনি যেমন বিদ্রোহী ছিলেন তেমনি ছিলেন প্রেমিকও। সর্বদা সমতা ও শ্রেণি বিভেদহীন সমাজ গড়তে কলম চালিয়েছেন নজরুল। ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন সকল মানুষের হৃদয়ে। আমাদের শিখতে হবে অসাম্প্রদায়িকতা ও মানবতার গান, তার সুরের চর্চায় আমাদের জীবনকে রাঙ্গাতে হবে।

এ সময় অনুষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ছাত্র কল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, কলা অনুষদের ডিন অধ্যাপক চঞ্চল কুমার বোস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news